ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

দেশ গড়ার অগ্রযাত্রায় সঙ্গী হতে বিশ্ব তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৩০, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩০, ২০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় সঙ্গী হতে বিশ্ব তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা উপলক্ষে এক আলোচনায় তিনি এ আহবান জানান।  বৃহস্পতিবার বিকেলে জ্যাকবশর্ণ এলাকায় শেরাটন হোটেলে এক আলোচনায় এ আহবান জানান তিনি। নানামুখি প্রতিবন্ধকতা স্বত্ত্বেও তার সরকার দেশকে উন্নয়নের পথে চলমান রেখেছেন বলেও জানান শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় বেশকিছু ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি অংশ নেন ডিজিটাল লিডারস পলিসি মিটিং অন জবস, শীর্ষক এক আলোচনায়। যেখানে তিনি বিশেষ অতিথি হিসেবে প্যানেল আলোচক ছিলেন। সেখানে তিনি তুলে ধরেন তথ্য প্রযুক্তিখাতে বাংলাদেশের উন্নয়ন। বলেন, অনেক বাধা স্বত্তেও বাংলাদেশ এখাতের ব্যাপক উন্নয়ন করেছে। বৈশ্বিক জ্ঞানভিত্তিক উন্নয়নেও বাংলাদেশ ভালো অবস্থানে পৌছেছে বলেও জানান তিনি। তবে, এই খাতে দেশের বিপুল সংখ্যাক যুবশক্তির সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশে বৈশ্বিক প্রযুক্তিখাতের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান শেখ হাসিনা। বলেন, বাংলাদেশে কাজ করার পর্যাপ্ত সুযোগ দিচ্ছে তার সরকার। এই আলোচনায় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিকে, আগের দিন ‘এ নিউ চ্যাপ্টার ফর ক্লাইমেট অ্যাকশন’ সেশনে সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পকে আধুনিক সুপার-ক্রিটিক্যাল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো জানিয়েছেন, এরফলে সুন্দরবন ও পরিবেশের কোন ক্ষতি হবে না। শুক্রবার স্থানীয় সময় বিকেলে রওয়ানা দিয়ে শনিবার ঢাকায় পৌছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি