ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

শ্যামল কান্তি ভক্তের করা জিডি ও সংশ্লিষ্ট কাগজপত্র ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তরের নির্দেশ

প্রকাশিত : ১৫:৩০, ২২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৩০, ২২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

লাঞ্ছনার শিকার নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তের করা জিডি ও সংশ্লিষ্ট কাগজপত্র ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ আদেশ দেয়। এর আগে গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করা হলে রোববার এটি শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। ইসলাম ধর্ম অবমাননার গুজব ছড়ানোর পর গত বছরের ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত লাঞ্ছনার শিকার হন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি