সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে শিশু কিশোরদের দুরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রকাশিত : ১৫:৩৬, ২২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৩৬, ২২ জানুয়ারি ২০১৭
সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে শিশু কিশোরদের দুরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রিড়া প্রতিযোগিতার সমাপনীতে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পাশপাশি শিশু কিশোররা যাতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আগ্রহী হয় সেদিকে নজর দিতে হবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রিড়া প্রতিযোগিতার সমাপনীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের দৃশ্যায়ণ মুগ্ধ করে সবাইকে।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তৃতায় সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে শিক্ষক-অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
সাংস্কৃতিক চর্চায় শিশুদের মনোযোগী হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এবারের প্রতিযোগিতায় ১৬ হাজার ১০১টি প্রাথমিক বিদ্যালয় এবং ৭ হাজার ৬১১ মাদ্রাসার আড়াই লাখ শিক্ষার্থী অংশ নেয়।
আরও পড়ুন