কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন রাফায়েল নাদাল
প্রকাশিত : ১০:১২, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১২, ২৪ জানুয়ারি ২০১৭
অস্ট্রেলিয়া ওপেন টেনিসে গেইল মনফিলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন রাফায়েল নাদাল।
মনফিলসের বিপক্ষে জয় পেয়েছেন ৩-১ ব্যবধানে। প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জয় নিয়ে এগিয়ে যান এই স্প্যানিশ টেনিস তারকা। দ্বিতীয় সেটেও সমান ব্যবধানে জয় নিশ্চিত করেন বর্তমান র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা নাদাল। তৃতীয় সেটে নাদালকে ৬-৪ ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়ান মনফিস। তবে, চতুর্থ ও শেষ রাউন্ডে নাদালের সাথে পেরে উঠেননি তিনি। শেষ সেটেও ৬-৪ ব্যবধানে জয় নিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন রাফায়েল নাদাল।
আরও পড়ুন