প্রবাসী শ্রমিকদের নিজ দেশে পাঠানো অর্থে কর আরোপ করবে না সৌদি আরব
প্রকাশিত : ১০:১৬, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১৬, ২৪ জানুয়ারি ২০১৭
প্রবাসী শ্রমিকদের নিজ দেশে পাঠানো অর্থে কর আরোপ করবে না সৌদি আরব।
এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদি অর্থ মন্ত্রণালয়। তেলের দাম কমে আসতে থাকায় এমন একটি প্রস্তাব এনেছিল দেশটির সুরা কাউন্সিল। বাজেট ঘাটতি কমাতে ছয় শতাংশ হারে কর আরোপের কথা ভাবা হয়। সৌদি আরবে প্রায় এক কোটি প্রবাসী শ্রমিক রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি প্রবাসী শ্রমিক রয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের এই টুইটে বাংলাদেশিসহ দেশটিতে প্রবাসী শ্রমিকদের মধ্যে সস্তি ফিরেছে।
আরও পড়ুন