কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন খালেদা জিয়া
প্রকাশিত : ১৯:৩৭, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৭, ২৪ জানুয়ারি ২০১৭
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এছাড়া দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীরা সরকারের প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৫সালের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। বাদ আসর বনানী কবরস্থানে ছেলের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও খালেদা জিয়ার সাথে ছিলেন।
এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আরাফত রহমান কোকোসহ নোতকর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
এ সময় নির্বাচন কমিশন গঠন নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব।
দোয়ায় অংশ নিয়ে দলের অন্য নেতারা বলেন, আওয়ামী লীগ কখনও সুস্থ রাজনীতির চর্চা করে না।
আরও পড়ুন