ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৯:৪১, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪১, ২৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে সিরিজ জয় করে নিলো সফরকারী শ্রীলঙ্কা। কেপ টাউনের নিউল্যান্ডসে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৬৯ রান স্ধসঢ়;ংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষ্যে সর্বোচ্চ ৬৩ রান করেন এবি ডি ভিলিয়ার্স। এছাড়া, ৪১ রান করেন ওপেনার রেজা হেনড্রিকস ও ৩২ রানে অপরাজিত থাকেন মোসেহলে। জবাবে ব্যাট করতে নেমে ১ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান আসে ওপেনার ডিকভেলার ব্যাট থেকে। এই জয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো শ্রীলঙ্কা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি