ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

কলেজ জাতীয়করণসহ শিক্ষক হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে আধাবেলা হরতাল পালিত

প্রকাশিত : ০৯:৫২, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫২, ২৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

কলেজ জাতীয়করণসহ শিক্ষক হত্যার বিচার দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আধাবেলা হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে উপজেলা সদরে দোকানপাটসহ যান চলাচল বন্ধ রয়েছে। তবে স্বল্প সংখ্যক রিক্সা চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। গেল জানুয়ারি থেকে শুরু হওয়া চলমান আন্দোলনের অংশ হিসেবেই সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ হরতালের ডাক দেয় ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ সরকারীকরণ দাবি আদায় কমিটি। আন্দোলন চলাকালে গেল ২৭ নভেম্বর পুলিশের লাঠিচার্জে অধ্যাপক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলীর মৃত্যু হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি