ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

সবার সাথে আলোচনা করেই রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪:৫১, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৫১, ২৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সবার সাথে, আলোচনা করেই, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে, সার্চ কমিটি গঠন করেছেন। এ নিয়ে, বিএনপি’র বিরোধীতা করা উচিত হয়নি। এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে, জাপানের রাষ্ট্রদূত, মাসাতো ওয়াতানাবে এর সাথে বৈঠকের পর, সংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন। এই সার্চি কমিটির প্রস্তাবিত নামেই নির্বাচন কমিশন গঠিত হবে উল্লেখ করে তিনি, আরো জানান, অযথা বির্তক তৈরী করে নিজেরাই দলকে ক্ষতিগ্রস্থ করবে। তাই, রাজনৈতিক বিরোধীতার খাতিরে বিরোধীতা না করারও পরমর্শ দেন বাণিজ্যমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি