ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

এক যুগের বেশি সময় কারাগারে থাকা এক গারো তরুণসহ সাতজনের মধ্যে পাঁচজনকে জামিন

প্রকাশিত : ১৫:০০, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০০, ২৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

এক যুগের বেশি সময় কারাগারে থাকা এক গারো তরুণসহ সাতজনের মধ্যে পাঁচজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি এসএইচ মোহাম্মদ নুরুল হুদা জায়গীরদারের বেঞ্চ এই জামিন দেন। বাকি দু’জনকে জামিন না দিয়ে তাদের মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। আদালতে সাতজনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী বেহেশতী মারজান। জামিন পাওয়া পাঁচজন হলেন- কুষ্টিয়ার রাসেল শেখ, মতিঝিলের মাসুদ, গাজীপুর বোর্ড বাজারের বাবু, ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোনার গারো তরুণ লিটন। রাজধানীর বাড্ডার সাইদুর রহমান ও কেরানীগঞ্জের রাজীব হোসেনের স্বীকারোক্তিম‍ূলক জবানবন্দি থাকায় তাদের জামিন না নিয়ে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি