ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

কাস্টমসের শুল্কায়ন প্রক্রিয়াকে আন্তর্জাতিকমানের করতে সরকার কাজ করছে

প্রকাশিত : ১৮:০০, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩৬, ২৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম কাস্টমসের শুল্কায়ন প্রক্রিয়াকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে কাজ করছে সরকার। এজন্য আধুনিক যন্ত্রপাতি কেনার পাশাপাশি বাড়ানো হচ্ছে ডিজিটালাইজেশনের আওতা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউস অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এসময় দেশের উন্নয়নে জনগণকে কর দেয়ার মানসিকতা তৈরিরও আহ্বান জানান তারা। ‘তথ্য উপাত্তের পর্যালোচনা কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা’ শ্লোগানে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম কাস্টমস হাউস। সেমিনারে অংশ নেন জাতীয় রাজস্ববোর্ডের বিভিন্ন কর্মকর্তা, বন্দর, কাস্টমস কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি। এসময় কাস্টমস হাউসের ডিজিটাল প্রক্রিয়াকে আরো আধুনিকায়ন করার সুপারিশ করেন বক্তারা। তারা বলেন, ডাটাবেজ না থাকায় কাস্টমসের শত শত মামলা পরিচালনায় দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে। এসময় ব্যবসায়ীরা হয়রানিমুক্ত ব্যবসা পরিচালনার সুযোগ দেয়ার দাবি জানান। সেমিনারে চট্টগ্রাম কাস্টমস হাউসকে আধুনিক ও আন্তর্জাতিকমানের করতে উদ্যোগ নেয়ার কথা জানান জাতীয় রাজস্ববোর্ডের কর্মকর্তারা। দেশের উন্নয়নের স¦ার্থে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউস রাজস্ব আয় বাড়ানোসহ বিভিন্ন ভাবে সমন্বিত উদ্যোগে কাজ করছে বলে জানান কর্মকর্তারা। সেমিনারে দেশের আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানোর পরামর্শ দেয়া হয়। এছাড়া এনবিআরের বিভিন্ন সংকট কাটাতেও সরকার কাজ করছে বলে জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। বৈধ বাণিজ্যে সহায়তাকরণ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, মাদক ও মুদ্রা পাচার প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে কাস্টমসের পরিধি দিন দিন বাড়ছে বল্ধেসঢ়;ও উল্লেখ করেন বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি