ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

পিছিয়েছে বিএনপি নেতা জামাল অপহরণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন

প্রকাশিত : ১৮:১৫, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৫, ২৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আবার পিছিয়েছে ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন। ১ ফেব্রুয়ারি শুনানির নতুন দিন ধার্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর আইয়ুব খান জানান, চাঞ্চল্যকর এই মামলায় অভিযোগ গঠনের শুনানির সময় আরও কিছু ধারা সংযুক্ত করার আবেদনের ভিত্তিতে আদালত এই সি;্ধসঢ়;ধান্ত দেন। ২০০৩ সালের ২৪ জুলাই চকবাজারে ব্যবসা প্রতিষ্ঠান বাসায় ফেরার পথে জামাল উদ্দিন অপহৃত হন। পরে তার কঙ্কাল উদ্ধার করা হয় ফটিকছড়ির কাঞ্চনরগর ইউনিয়নের ফকিরের টিলা থেকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি