ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

রাজধানীর কারওয়ান বাজার ২৪ ঘন্টায়ই কর্মব্যস্ত

প্রকাশিত : ১৪:২৪, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:২৪, ২৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

২৪ ঘন্টায়ই কর্মব্যস্ত থাকে রাজধানীর কারওয়ান বাজার। রাতের কারওয়ান বাজারেও নির্ঘুম থাকেন, বেপারি, আড়তদারসহ কয়েক হাজার মানুষ। লেনদেন হয় কোটি কোটি টাকা। রাতের জীবিকাতেই সংসার চলে বহু মজুরের। তবে যেখানে সেখানে আড়ত বসায় প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও অভিযোগ আছে। রাতের কারওয়ান বাজার। ঢাকার বাইরে থেকে পণ্য বোঝাই ট্রাক আসার সাথে সাথেই এভাবে ঘিরে ফেলেন ভ্যানচালকরা। ট্রাক থেকে পণ্য নামিয়ে কুলিরা নিয়ে যান নির্দিষ্ট আড়তে। শ্রেনীভেদে সবজি গুলোর জন্য আড়ত সাজানো হয়। দিনের মতই রাতেও কর্মব্যস্ত ব্যবসায়ীরা। রাতের কারওয়ান বাজারের সাথে জড়িয়ে আছে বহু মানুষের জীবন-জীবিকা। কৃষকের মাঠ থেকে সবজি কিনে আড়তে আসেন ব্যপারিরা। আড়ত থেকে চলে যায় রাজধানীর ছোটো বড় বিভিন্ন  বাজারে। অনেকেরই স্থায়ী আড়ত নেই, তাই রাস্তার ওপর বসেই চালিয়ে যাচ্ছে ব্যবসা। এতেই আপত্তি প্রকৃত আড়তদারদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি