ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

আইইবি’র কনভেশন শুরু হচ্ছে আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮:০৮, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৮, ২৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আগামীকাল শনিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ-আইইবি’র চার দিনব্যাপী ৫৭তম কনভেশন। শনিবার সকালে কনভেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে রঙ বেরঙের ফেস্টুন-ব্যানারে সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন আরো গতি পাবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, টেকসই অবকাঠামোর ডিজাইন ও নির্মাণ, কল কারখানায় নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পাশাপাশি রূপকল্প- ২০২১ বাস্তবায়নে প্রকৌশলীদের সম্পৃক্ত করতে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে আইইবি’র এই ৫৭তম কনভেশন। এবারের প্রতিপাদ্য- ‘উন্নয়নে আধুনিক প্রযুক্তি’। এ’ উপলক্ষে শুক্রবার সকালে আইইবি ভবন, চট্টগ্রাম কেন্দ্রে আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের। এতে কনভেশনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি পাবলিক সেক্টরে বিভিন্ন সংস্থার কর্মকাণ্ডে মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ এবং খবরদারিতে ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়তে ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার সম্প্রসারণ, কালিয়াকৈর ও যশোরে হাইটেক পার্ক নির্মাণসহ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার কথা তুলে ধরা হয়। এদিকে, চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। তারা মনে করেন, এর মধ্য দিয়ে চট্টগ্রামে উন্নয়নের ধারা আরো প্রসারিত হবে। আয়োজকরা জানান, চার দিনব্যাপী এই কনভেনশনে সারাদেশের ৫ হাজারের বেশি প্রকৌশলী অংশ নেবেন। এছাড়া, যোগ দেবেন বিভিন্ন দেশের ৬৮ জন প্রতিনিধি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি