এলজিইডি’র উদ্যোগে চট্টগ্রাম জেলায় ৪ হাজার ২শ’ ৯৮টি প্রকল্প বাস্তবায়ন
প্রকাশিত : ১৮:০৪, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৪, ২৭ জানুয়ারি ২০১৭
২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত এলজিইডি’র উদ্যোগে চট্টগ্রাম জেলায় এক হাজার ৮শ’ ২ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার ২শ’ ৯৮টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।
শুক্রবার দুপুরে নগরীর এলজিইডি মিলনায়তনে চট্টগ্রাম অঞ্চলের ৫টি জেলায় এলজিইডি’র বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ’ তথ্য জানান। প্রধান প্রকৌশলী আরো বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়েই শেষ হবে। দেশকে উন্নতির শিখরে নিতে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন