চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ দাদী ও নাতনী আর নেই, ৩ জনের অবস্থা আশংকজনক
প্রকাশিত : ১৫:৫০, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৫০, ২৮ জানুয়ারি ২০১৭
চট্টগ্রামের দেওয়ানবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দাদী ও নাতনীকে বাঁচানো গেল না। দগ্ধ আরো ৩ জনের অবস্থা এখনো আশংকজনক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তানিমা আফরিন ইফতি ও তার দাদী সমদা খাতুনের মৃত্যু হয়। শুক্রবার নগরীর বাকুলিয়ার দেওয়ানবাজারে নিরাপদ হাউসিং সোসাইটির ঐ ভবনে বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন ৫ জন। ভবনটির গ্যাস লাইনের লিকেজ থেকে দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এখন পর্যন্ত কোন টিম কাজ শুরু করেনি।
আরও পড়ুন