স্কুলের পাঠ্যবইয়ে ট্রাফিক আইন বিষয়টি অন্তর্ভুক্তির তাগিদ দিয়েছেন স্পিকার
প্রকাশিত : ১৭:২৩, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:২৩, ২৮ জানুয়ারি ২০১৭
স্কুলের পাঠ্যবইয়ে ট্রাফিক আইন বিষয়টি অন্তর্ভুক্তির তাগিদ দিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
নিরাপদ সড়ক চাই সংগঠনের সপ্তম কনভেনশনে স্পিকার আরো বলেন, সড়ক দূর্ঘটনা রোধে একটি কার্যকর আইন প্রয়োজন। ঝুঁকিপূর্ণ বাঁক অপসারণ, গাড়ী চালকদের প্রশিক্ষণ, নিয়ম মেনে রাস্তা পারাপারে জনসচেতনতার উপরও এ’সময় গুরুত্বারোপ করেন তিনি। দ্রুত যাওয়ার প্রবণতাকে দুর্ঘটনার প্রধান কারণ উল্লেখ করে চালকদের সাবধানতার সঙ্গে গাড়ী চালানোর আহ্বান জানান স্পিকার।
আরও পড়ুন