চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে জনমত গঠনের আহ্বান
প্রকাশিত : ১৭:৪১, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৪১, ২৮ জানুয়ারি ২০১৭
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে জনমত গঠনের আহ্বান জানিয়েছেন ব্যবাসায়ী নেতারা।
শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই, চিটাগাং কসমোপলিটন আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ব্যবাসয়ী নেতারা এ আহ্বান জানান। জেসিআই’র সভাপতি জসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, জেলা প্রশাসক সামশুল আরেফিনসহ ব্যবসায়ী প্রতিনিধিরা। পরে নব নির্বাচিত প্রেসিডেন্ট মো. গিয়াস উদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
আরও পড়ুন