ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে দেখা যাবে মাহমুদউল্লাহকে

প্রকাশিত : ১০:০৫, ২৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০৫, ২৯ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে দেখা যাবে টাইগার অল রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। শনিবার রাতে এক টুইট বার্তায় দলের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়। অস্ট্রেলিয়ান তারকা  ব্র্যাড হজের বদলী হিসেবে তাঁকে দলে ভেড়াল কোয়েটা। রিয়াদ ছাড়াও পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলবেন তামিম ইকবাল। একই দলে সাকিবের খেলার কথা থাকলেও তিনি না বলে দেয়ায় তাঁর পরিবর্তে খেলবেন শ্রীলঙ্কার তিলকারতেœ দিলশান। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে দুবাইয়ে ৯ ফেব্র“য়ারি। চলবে ৫ মার্চ পর্যন্ত। ফাইনালের লড়াই হবে লাহোরে।   এবারের আসরে ৫টি দল প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করবে। দলগুলো হল-করাচি কিংস, লাহোর কোয়ালান্ডার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি