সার্চ কমিটি গঠনসহ রাষ্ট্রপতি পদক্ষেপে খুশী সাধারণ মানুষ
প্রকাশিত : ১২:২৫, ২৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:২৫, ২৯ জানুয়ারি ২০১৭
পরবর্তী নির্বাচন কমিশন নিয়ে সার্চ কমিটি গঠনসহ রাষ্ট্রপতি পদক্ষেপে খুশী সাধারণ মানুষ। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলেও আশা তাদের। আর বড় দলগুলোর আস্থাভাজনদের দিয়েই কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের।
নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগ-বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। শুনেছেন তাদের মতামত, পরামর্শ ও নানা প্রস্তাবনা।
এরই ধারাবাহিকতায় গত বুধবার গঠন করেন ৬ সদস্যের সার্চ কমিটি।
এই কমিটি নিয়ে রাজনৈতিক দলগুলো মধ্যে মতভেদ থাকলেও ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন সাধারণ মানুষ। তবে রাজনৈতিকদলগুলোর সদিচ্ছা প্রয়োজন বলে মত তাদের।
রাষ্ট্রপতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে এবার নতুন আশার সঞ্চার ঘটবে।
রাজনৈতিকদলগুলোকে নির্বাচন বর্জন করে জনগণ থেকে বিচ্ছিন্ন না হওয়ারও পরামর্শ দিয়েছেন তারা।
আরও পড়ুন










