রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও ক্লাস বর্জন
প্রকাশিত : ১৫:৫৭, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৫৭, ৩০ জানুয়ারি ২০১৭
২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া ৩৩ ক্রেডিট সিস্টেম বাতিলের দাবিতে তৃতীয় দিনের মত ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টা থেকে ক্যাম্পাসে মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এ'সময় আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে বিশ্বিবিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে রুয়েটে ৩৩ ক্রেডিট সিস্টেম চালু করা হয়। এই সিস্টেমে স্নাতক পর্যায়ে একজন শিক্ষার্থী পরপর ৩ বছর পরীক্ষায় অংশ নিয়ে ৩৩ ক্রেডিট অর্জন করতে না পারলে তাকে ইয়ার ড্রপ করতে হয়।
আরও পড়ুন