ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

সবচেয়ে কম মূল্যে বিদ্যুত দেবার প্রতিশ্রুতি এসএস পাওয়ারের কর্মকর্তাদের

প্রকাশিত : ১০:০০, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০০, ১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সবচেয়ে কম মূল্যে বিদ্যুত দেবার প্রতিশ্র“তি দিয়েছেন নির্মাণাধীন এসএস পাওয়ারের কর্মকর্তারা। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র তৈরিতে সবার সহযোগিতাও চেয়েছেন দেশের বৃহত্তর শিল্পগোষ্ঠী এস আলম গ্র“প। তাদের অভিমত, এই বিদ্যুত কেন্দ্র পরিবেশের কোন ক্ষতি না করে উপরন্তু পাল্টে দেবে আর্থ-সামাজিক চিত্র। অখিল পোদ্দারের রিপোর্ট। বেনসন বয়লার নামে ১৯২২ সালে যে সুপারক্রিটিক্যাল বিদ্যুত কেন্দ্র নির্মাণ হয়েছিল তাতে বেশ কিছু সমস্যা চিহ্নিত হবার পর আল্ট্রাসুপারক্রিটিক্যাল উৎপাদন পদ্ধতিতে যায় উন্নত বিশ্ব। পৃথিবীজুড়েই এখন কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্র বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে পরিবেশবান্ধব আল্ট্রাসুপারক্রিটিক্যাল অত্যাধুনিক উৎপাদন পদ্ধতির কারণে। চট্টগ্রামের বাঁশখালিতে এস আলম গ্রুপের নির্মাণাধীন এসএস পাওয়ার বিদ্যুত কেন্দ্র হবে স্বপ্নের চেয়েও অধিকতর উন্নত একটি প্রকল্প। কারণ বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির ব্যবহার থাকছে পুরো প্রকল্পের ভেতরে-বাইরে। বিদ্যুত ও জ্বালানী মন্ত্রণালয় বলছে, অন্ধকার দূর করে দেশকে আলোকিত করতে এসএস পাওয়ার হবে তাৎপর্যপূর্ণ। কারণ বিশ্বে যে সাড়ে চারশ’ কয়লাবিদ্যুত কেন্দ্র রয়েছে তারমধ্যে এটি হবে সবচেয়ে অত্যাধুনিক। প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের দাবি, এসএস পাওয়ার হবে সবচেয়ে আলোচিত গ্রিন প্রজেক্ট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি