ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সফলতা জনগণের কাছে তোলে ধরতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান

প্রকাশিত : ১৮:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সফলতা জনগণের কাছে  তোলে ধরতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বলেন, শুধু নিজের জন্যে নয়, দেশের কল্যাণে ত্যাগের মনোভাব নিয়ে দলকে সংগঠিত করতে হবে। সমাবেশে বক্তারা ৩ মাসের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল করার দাবি জানান। এসময় উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি