অবৈধ লেনদেনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তাসহ তিন জনকে বরখাস্ত
প্রকাশিত : ১৮:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৭
অবৈধ লেনদেনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তাসহ তিন জনকে বরখাস্ত করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন-দুদকের একটি টিম চট্টগ্রাম কাস্টমস হাউজের শুল্কায়নের বিভিন্ন শাখা পরিদর্শনের সময় এসব কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ পান। এরই প্রেক্ষিতে কাস্টম কমিশনার এ এফ এম আব্দুল্লাহ তাদের বরখাস্তের আদেশ দেন। বরখাস্ত কর্মকর্তারা হলেন চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মনির আহম্মদ, সেকশন-২ এর এসআরও উত্তম কুমার এবং সিপাহী নূরুজ্জামাল। এছাড়া একই অভিযোগে আব্দুল হাকিম হাওলাদার নামে আরো একজন সেকশন অফিসারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন