ঢাকা, বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬

'বাঁশখালী এলাকার জনগণের জীবনমান উন্নয়নে গন্ডামারায় তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে '

প্রকাশিত : ১৮:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং বাঁশখালী এলাকার জনগণের জীবনমান উন্নয়নে গন্ডামারায় তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন, এস. আলম গ্র“পের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ। দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে বিদ্যুৎ কেন্দ্র এলাকায়, মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দু’হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত  এই বিদ্যুৎ কেন্দ্র  বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হবে বলেও জানান তিনি। পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসানিকে ধন্যবাদ জানিয়ে তিনি দ্রুত কাজ শেষ করতে স্থানীয় সহায়তা চান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে নৌ বাহিনীর কমোন্ডার এম সোহালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি