ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে সরস্বতী পূজা

প্রকাশিত : ১৮:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে সরস্বতী পূজা। ভক্ত ও সনাতন ধর্মের শিক্ষার্থীরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে শ্রদ্ধাজানান। নগরীর জে এম সেন হলসহ চট্টগ্রামের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। বিকালে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । এসব অনুষ্ঠানে শিক্ষার্থীসহ সনাতন ধর্মালম্বীরা অংশ নেন। এছাড়া, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি