তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
প্রকাশিত : ১৯:১৩, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৩, ১ ফেব্রুয়ারি ২০১৭
তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিমান তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মাহমুদ অব্বাসের এই সফরে দু-দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। তাকে স্বাগত জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ২১ বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে। গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর সুসজ্জিত একটি দল।
এদিকে মাহমুদ আব্বাসের এই সফর দু-দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নিজেদের অধিকার আদায়ে আরো সুদৃঢ় ভূমিকা রাখতে বাংলাদেশের সমর্থন প্রত্যাশি হতেও ফিলিস্তিনি নেতার আগমন বলে মনে করছেন তারা।
তিনদিনের সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতসহ ব্যস্ত সময় কাটাবেন মাহমুদ আব্বাস।
আরও পড়ুন