মেরদন্ডশক্ত নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন দেশের চার বিশিষ্ট নাগরিক
প্রকাশিত : ১৯:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৭
দল নিরপেক্ষ, সৎ ও যোগ্য ব্যক্তিদের দিয়ে মেরদন্ডশক্ত নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন দেশের চার বিশিষ্ট নাগরিক। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সাথে বৈঠকে এ পরামর্শ দেন তাঁরা। বিশিষ্ট নাগরিকদের মতামত ও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া নামের তালিকা নিয়ে কাল বিকেলে বৈঠকে বসবে সার্চ কমিটি।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ৬ সদস্যের সার্চ কমিটির আমন্ত্রণে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে মতামত দিতে যান দেশের চার বিশিষ্ট নাগরিক। বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপি এই বৈঠকে যোগ দেন সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
পরে আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। একটি শক্তিশালী নির্বাচন কমিশিন গঠনের প্রস্তাবনা দেয়া হয়েছে বলে জানান বিশিষ্ট নাগরিকরা।
নির্বাচন কমিশন গঠনে আইন করার সুপারিশ ছিল কারো কারো কন্ঠে। সেই সাথে সরকারি দল যাতে কোনো হক্ষক্ষেপ না করে সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তারা।
বিশিষ্ট নাগরিকের প্রস্তাবনা ও রাজনৈতিক দলগুলোর দেয়া নামের তালিকা নিয়ে বৃহস্পতিবার আবারও সার্চ কমিটির বৈঠক হবে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।
এর আগে গেল ২৮ জানুয়ারি ১২ জন বিশিষ্ট নাগরিকদের মতামত নেয় সার্চ কমিটি।
আরও পড়ুন