গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠন করে রাষ্ট্রপতি উদাহরণ সৃষ্টি করবেন: জয়নাল আবদিন
প্রকাশিত : ১৮:৪৭, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৭, ১ ফেব্রুয়ারি ২০১৭
গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠন করে রাষ্ট্রপতি উদাহরণ সৃষ্টি করবেন বলে আশাপ্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক।
সকালে জাতীয় প্রেসক্লাবে সার্চ কমিটির মাধ্যেমে গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবীতে গণতন্ত্র রক্ষা মঞ্চের মানবন্ধনে অংশ নেন তিনি। ফারুক বলেন, রাষ্ট্রপতি কোন রকম প্রভাবিত না হয়ে নির্বাচন কমিশনার নিয়োগ দিলে তা সব রাজনৈতিক দল মেনে নেবে। দেশের মানুষ ২০১৪ সালের মত আর কোন নির্বাচন দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন