ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

সাহিত্য চর্চা ও বই-ই বিপথগামীদের সঠিক পথে ফেরাতে পারে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:১৪, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৪, ১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

  সাহিত্য চর্চা ও বই-ই বিপথগামীদের সঠিক পথে ফেরাতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অমর একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, খুনি যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি জাতির মর্যাদা সমুন্নত রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলা একাডেমি চত্ত্বরে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বাহান্নর ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় এক মিনিট নীরবতা। স্বাগত বক্তৃতা করেন অধ্যাপক আনিসুজ্জামান। এরপর একে একে বক্তৃতা করেন বিদেশি অতিথিরা। অতিথি ও সংস্কৃতিমন্ত্রীর বক্তৃতা শেষে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। বলেন, বাঙালির সব অর্জনই রক্তের বিনিময়ে। প্রধানমন্ত্রী বলেন, খুনি-যুদ্ধাপরাধীদের বিচার চলছে, অর্থনেতিকভাবেও দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মর্যাদা বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান তিনি। পরে অমর একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধন ঘোষণা করে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি