ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী শুনানির জন্য ৯ই ফেব্রুয়ারী

প্রকাশিত : ১৯:৩০, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩০, ২ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী শুনানির জন্য ৯ই ফেব্রুয়ারী দিন ধার্য্য করেছে আদালত। এর আগে যুক্তিতর্ক উপস্থাপনে আত্মপক্ষ শুনানির দিন ধার্য থাকলেও আদালতের প্রতি অনাস্থা জানান, বেগম খালেদা জিয়া।  আর বাদী পক্ষের আইনজীবীদের দাবি আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় রাজধানীর বকশিবাজারে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে হাজির হন খালেদা জিয়া। কড়া নিরাপত্তার মধ্যে  বেলা সাড়ে এগারটার দিকে তিনি আদালতে যান। এর আগে ৩০শে জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের কথা থাকলেও তা সম্পন্ন হয়নি। শুরুতেই খালেদা জিয়ার আইনজীবীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র বহনে বাধা দেয়ার অভিযোগ করেন। একইসঙ্গে এই আদালতের প্রতি অনাস্থা জানান খালেদা জিয়া ও তার আইনজীবীরা। আদালত পরিবর্তন না হওয়া পর্যন্ত সময় দাবি করেন আসামী পক্ষের আইনজীবীরা। মধ্যাহ্ন ভোজের বিরতির পর আদালতে বেগম খালেদা জিয়াকে অভিযোগ পড়ে শোনান হয়। দোষী অথবা নিদোর্ষ কিনা জানতে চাইলে নিশ্চুপ থেকে সময় আবেদন করেন তিনি। অবশ্য বাদী পক্ষের দাবি আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। ২০০৮ সালে রমনা থানায় মামলা দায়ের করে দুদক। পরে ২০১০ সালে খালেদা জিয়া ও তারেক রহমান সহ ছয়জনকে আসামী করে অভিযোপত্র দাখিল করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি