ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

শিক্ষার্থীদের মানবসেতুর উপর দিয়ে হাঁটার অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

প্রকাশিত : ২১:২৪, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২১:২৪, ২ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

শিশু শিক্ষার্থীদের মানবসেতুর উপর দিয়ে হাঁটার অভিযোগে চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে, স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর চালীয়েছে স্থানীয়রা। পুলিশ জানায়, ঘটনায় এক শিশুর অভিভাবক বাদী হয়ে হাইমচর থানায় মামলা করেন। এদিকে, শিশুদের কাঁধের উপর দিয়ে হেটে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বৃহষ্পতিবার দুপুরে আলগী বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করে ক্ষুব্ধ এলাকাবাসী। এর আগে, স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটে। এসময় হোসেন পাটওয়ারী, শাহজাহান মিয়া পেদা ও আবদুল জলিল মাস্টারের সমর্থকদের মধ্যে পাল্টা-পাল্টি ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি