ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

কর্ণফুলীর তীরে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও নদী ড্রেজিংয়ের উদ্যোগ

প্রকাশিত : ১৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের রাউজান ও বোয়ালখালীতে কর্ণফুলী নদীর দুই তীরে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও নদী ড্রেজিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। শনিবার সকালে রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে। এ’সময় রমেশ চন্দ্র বলেন, এর ফলে কর্ণফুলী নদীর ভাঙ্গনের কবল থেকে ঘরবাড়িসহ ফসলি জমি রক্ষা পাবে এবং এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। কমিটির সদস্যরা জানান, ৭২ কোটি টাকা ব্যয়ে নদী ভাঙ্গন রোধে এই বাঁধ নির্মাণের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আগামী জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি