কক্সবাজারে ১ লাখ ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার
প্রকাশিত : ১৭:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭
কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের সাবরাং এর লাফারঘোনায় অভিযান চালায় বিজিবি। তবে, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া, টেকনাফ থেকে কক্সবাজার শহরে আসার পথে সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিক্সায় তল্লাশী চালায় পুলিশ। ওই অটোরিক্সা থেকে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন