বাগেরহাটে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হিংস্র প্রাণীর আক্রমনে মারা গেছে ১৯টি কুমিরের বাচ্চা
প্রকাশিত : ১০:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০১৭
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হিংস্র প্রাণীর আক্রমনে মারা গেছে ১৯টি কুমিরের বাচ্চা।
প্রজনন কেন্দ্রের কর্মকর্তারা জানান, কেন্দ্রের কৃত্রিম পুকুরে হানা দিয়ে এসব কুমির বাচ্চা খেয়ে ফেলে সুন্দরবনের মাংসভোজী কোন হিং¯্র প্রানি। পরে ১৯টি বাচ্চার খন্ডিত দেহাবশেষ উদ্ধার করা হয়। কি ধরনের প্রানীর আক্রমনে এদের মৃত্যু হয়েছে জানার জন্যে দুটি মৃতদেহ ঢাকায় ও দুটি খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। একই রাতে ক্যামেরা ট্রাপিং’এ ধরা পড়ে, গুলিতে মারা যায় একটি বন্য চিতা বিড়াল। এ নিয়ে ৫ দিনের ব্যবধানে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৪৩টি কুমিরের বাচ্চা চুরি ও হিংস্র প্রানির আক্রমনে মারা গেলো ১৯টি কুমিরের বাচ্চা। কুমিরের বাচ্চা চুরিতে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রের দুই কর্মচারীকে এরই মধ্যে চাকুরীচ্যুত করা হয়েছে।
আরও পড়ুন