খাগড়াছড়িতে ট্রাকচাপায় ৮ জনের মৃত্যুর ঘটনায় সুমন রিমান্ডে
প্রকাশিত : ১৮:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭
খাগড়াছড়ির আলুটিলায় ট্রাকচাপায় আটজনের মৃত্যুর ঘটনায় আটক কামরুজ্জামান সুমনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। বিচারক আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেলো শুক্রবার আলুটিলার ধাতুচৈত্য বৌদ্ধবিহারে চন্দ্রমনি মহাস্থবিরের দাহক্রিয়া অনুষ্ঠানের কাছে ভিড়ের মধ্যে ট্রাক ঢুকে পড়লে দুই এসএসসি পরীক্ষার্থীসহ আটজনের মৃত্যু হয়। এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় চালক পলাশ ও সমুনকে আসামি করে মামলা হয়েছে।
আরও পড়ুন