ঢাকা, রবিবার   ১৮ জানুয়ারি ২০২৬

রামুর জোয়ারিয়ানালা এলাকা থেকে একজনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৮:২৪, ৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৪, ৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রামুর জোয়ারিয়ানালা এলাকা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, সেচ পাম্পের পাশে টংঘরে নজু মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। স্বজনরা জানায়, নজু মিয়া স্থানীয় এক কৃষকের সেচপাম্প ও পাম্পের সরঞ্জামাদি পাহাড়া দেয়ার কাজ করতো। পূর্ব শত্র“তার জেরে তাকে হত্যা করা হয়েছে বলেও ধারনা তাদের। রামু থানার ওসি জানান, হত্যাকান্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি