নারায়ণগঞ্জে ত্বকী হত্যার বিচারের দাবিতে সাংস্কৃতিক জোটের মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে হামলা
প্রকাশিত : ১১:১৪, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১১:১৪, ৯ ফেব্রুয়ারি ২০১৭
নারায়ণগঞ্জে ত্বকী হত্যার বিচারের দাবিতে সাংস্কৃতিক জোটের মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করে। সন্ধ্যায় মোমশিখা প্রজ্জ্বলন শেষে বেশিরভাগ নেতা-কর্মী চলে যাওয়ার পর দুর্বৃত্তরা হামলা চালায়। তারা ব্যানার ও মাইক ছুঁড়ে ফেলে এবং আযোজকদের মারধর করে। সেসময় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, বাসদ কর্মী এস এম কাদির ও করিম আহত হন।
আরও পড়ুন