পুলিশ কর্মকর্তার স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১৯:২৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া, সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই দেয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় এপিবিএন সদর দপ্তরে কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে সাগর-রুনি দম্পতি ও সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন