রাঙামাটি জেনারেল হাসপাতালে ফাটল, কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
প্রকাশিত : ১৮:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৭
ফাটল দেখা দেয়ার পর ১৫ দিনেও ঝ্ধুসঢ়;ঁকিপূর্ণ ভবনের ব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৫ জানুয়ারি রাঙামাটি জেলার ১শ’ শয্যার জেনারেল হাসপাতাল ভবনের মহিলা ও শিশু ওয়ার্ডে ফাটল দেখা দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মহিলা ও শিশু ওয়ার্ডে থাকা ৫০ রোগীকে পুরুষ ওয়ার্ডে স্থানান্তর করে। পরবর্তীতে তাদের হাসপাতালের পাশে একতলা ভবনে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে মেঝেতে গাদাগাদি করে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
আরও পড়ুন