ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

নাগরিকত্ব আইন- ২০১৬’র খসড়া সংশোধনের কথা জানিয়েছেন আইনমন্ত্রী

প্রকাশিত : ১৯:২৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নাগরিকত্ব আইন- ২০১৬’র খসড়ায় দ্বৈত নাগরিকত্ব, বংশ আর জন্ম সূত্রে নাগরিকত্ব সহ বেশ কিছু অস্পষ্ট ধারা রয়েছে বলে অভিযোগ করেছেন বিশিষ্টজনেরা। এই আইন কার্যকর হলে অনেকের নাগরিক অধিকার ক্ষুন্ন হবে বলে মনে করেন তারা। তবে, আইনের খসড়া সংশোধনের কথা জানিয়েছেন আইনমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নাগরিকত্ব আইন বিষয়ক গোলটেবিল আলোচনায় এ’কথা বলেন তারা। গত বছরের ফেব্র“য়ারিতে মন্ত্রিসভায় পাশ হয় নাগরিকত্ব আইন ২০১৬’র খসড়া। এরপর থেকেই বিষয়টি নিয়ে প্রবাসী সহ নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। প্রস্তাবিত আইনের বিভিন্ন দিক নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর এনআরবি। বক্তারা বলেন, জন্মসূত্রে নাগরিকত্ব আর বংশসূত্রে নাগরিকত্ব নাম দিয়ে প্রবাসীদের অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। বঙ্গবন্ধুর সরকার প্রবাসী বাঙালীদের নাগরিকত্ব দিয়ে গেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বলেন, ভেবেচিন্তে প্রবাসী বাঙ্গালীদের নাগরিকত্ব বঙ্গবন্ধু সরর্কাধসঢ়; দিয়ে গেছেন। তাছাড়া দেশের প্রতি তাদের আবেগের ব্যাপারতো আছেই। তাই আইনটি ভেবে চিন্তে করা উচিৎ বলে মত প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টার। তবে সরকার জনবিরোধী বা প্রবাসী বিরোধী কোন পদক্ষেপ নেবেনা বলে জানান আইনমন্ত্রী। মন্ত্রনালয় সচিব সহ ইউরুপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের প্রবাসীরাও আলোচনায় অংশ নেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি