ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর থেকে মানিকদি বাজার আর বাউনিয়া হয়ে উত্তরার জসীম উদ্দিন পর্যন্ত রাস্তার বেহাল দশা

প্রকাশিত : ১৪:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বৃষ্টিতে জলাবদ্ধতা আর শুকনো দিনে ভাঙাচোরা। খানাখন্দের ধকল সহ্য করে বছরজুড়ে চলাচল রাজধানীর ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর থেকে মানিকদি হয়ে বাউনিয়া আর উত্তরার মানুষের। একুশে টেলিভিশনে খবর প্রচারের পর এ রাস্তার কাজ শুরু হলেও প্রকল্পে ড্রেনের ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। বৃষ্টিতে ডুবে থাকা মানিকদি বাজার আর বাউনিয়া এলাকার একমাত্র রাস্তার এমন চিত্র আমরা ধারণ করেছিলাম গেল শ্রাবন মাসে। জলাবদ্ধতার দূর হলেও যে, এ রাস্তার অবস্থা পাল্টায় তা কিন্তু নয়। ঢাকা সেনানিবাসের ইসিবি চত্বর থেকে মানিকদি বাজার আর বাউনিয়া হয়ে উত্তরার জসীম উদ্দিন পর্যন্ত খানাখন্দে ভরপুর। মাটিকাটা, বারণটেক, হাজী মার্কেট, কালীবাড়ি এলাকায় পিচের বদলে শুধুই উঁচু-নিচু। একুশে টেলিভিশনে খবর প্রচারের পর এ রাস্তার কাজ শুরু হলেও ড্রেনসহ আনুসাঙ্গিক সুবিধা না থাকায় ক্ষুব্ধ ভূক্তভোগীরা। সরু রাস্তা চওড়া করারও দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি