ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

দেশে বর্তমানের মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২। আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ তথ্য জানান।

তিনি বলেন, মোট ভোটারের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন এবং পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬০ জন। মোট ভোটারের মধ্যে নতুন ভোটার ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০ জন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি