ময়মনসিংহের ভাষা সৈনিক শহীদুল্লাহ রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় হতাশ পরিবার ও স্থানীয়রা
প্রকাশিত : ১০:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৫৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন সংগ্রামে ময়মনসিংহেও রাজপথও কাঁপিয়েছিলেন ভাষাসৈনিকরা। আন্দোলনে শরীক হয়েছিলেন সেসময়ের রাজনীতিক, ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষ। ময়মনসিংহের মুক্তাগাছার খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ তাদেরই একজন।
বাহান্ন’র ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উত্তাল রাজপথ।
আন্দোলন সংগ্রামের সেই ঢেউ আছড়ে পড়ে ময়মনসিংহ ছাড়িয়ে তৎকালীন মহকুমা জামালপুরের দেওয়ানগঞ্জে। কিশোর মালেক তখন নবম শ্রেণির ছাত্র। ভাষা আন্দোলনের মিছিলে সবার আগে আগে তিনি। হরতাল, ট্রেন অবরোধ ও মিছিলে নেতৃত্ব দেয়ায় হারাতে হয় ছাত্রত্ব।
আত্মগোপন আর বারবার কারাবরণ কিশোর মালেকের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তোলে। জাড়ানো হয় মিথ্যা মামলায়। ২১শে ফেব্র“য়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেলেও আব্দুল মালেকরা রয়ে গেছেন অচেনাদের কাতারে।
বয়সের ভারে ন্যূব্জ এই ভাষাসৈনিকের দিন কাটে বই পড়ে, পরিজনদের সাথে গল্প আর আড্ডায়। ৫৫ বছরেও এই ভাষা সৈনিক রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় হতাশ পরিবার ও স্থানীয়রা।
আরও পড়ুন










