ঢাকা, শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে অতিরিক্ত পণ্য পরিবহন না করার নির্দেশনা

প্রকাশিত : ১৭:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে নির্ধারিত ওজনের অতিরিক্ত পণ্য পরিবহন না করার নির্দেশনা দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন মালিক, সড়ক ও চেম্বার প্রতিনিধি এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশনা দেয় হয়। এছাড়া মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে বাম্পার, এঙ্গেল, ধারালো হুক খুলে ফেলারও নির্দেশনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সামশুল আরেফিন। এসময় পরিবহন মালিকরা বিভিন্নস্থানে পুলিশী হয়রানির অভিযোগ করে তা নিরসনের দাবী জানান।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি