ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

৬ দিনের ধর্মঘট পালন করেছে মাংস ব্যাবসায়ীরা

প্রকাশিত : ১২:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গাবতলী পশুর হাটের ইজারাদার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির অসাধু কর্মকর্তাদের অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে রাজধানীতে লাগাতার ধর্মঘট পালন করছে মাংস ব্যবসায়ীরা। বন্ধ রয়েছে গরু ও খাসির মাংসের দোকান। এতে বেড়েছে মুরগী ও মাছের দাম; কিছুটা বিপাকে পড়েছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার থেকে টানা ৬ দিনের এই ধর্মঘট পালন করেছেন মাংস ব্যাবসায়ীরা। ধর্র্মঘটের কারণে গরু ও খাসির মাংশের দোকান বন্ধ থাকায় এর প্রভাব কিছুটা পড়েছে মুরগী আর মাছের বাজারে। এতে বিপাকে ক্রেতারা। তবে মাংশ ব্যবসায়ীরা বলছেন, গাবতলী পশুর হাটের ইজারাদার এবং ডিএনসিসির অসাধু কর্মকর্তারা অতিরিক্ত খাজনা আদায় করছেন। এ কারণে মাংশের দাম বাড়ছে। অন্যদিকে  কমেছে গরু ও চামড়ার দাম। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগামী শনিবারের মধ্যে ব্যাবস্থার উন্নতি না হলে আরও কঠোর পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দিয়েছেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি