ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

বাংলার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের ভাষা প্রশিক্ষণ ও গবেষণায় কাজ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

প্রকাশিত : ১২:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বাংলার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের ভাষা প্রশিক্ষণ ও গবেষণায় কাজ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ভাষার মাস ফেব্র“য়ারিতে তিনটি ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিও স্থাপন করছে প্রতিষ্ঠানটি। যেখানে শেখানো হবে ১০টি ভাষা। এছাড়া ভাষা বিষয়ে গবেষণার জন্য আন্ত র্জাতিক মানের ভাষা যাদুঘর, লাইব্রেরি ও আর্কাইভ ডিজিটালাইজেশনের কাজও চলছে। রক্তের বিনিময়ে মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসিবে প্রতিষ্ঠিত করা বাঙালি জাতির অহংকার। জাতিসংঘ ১৯৯৯ সালে ২১শে ফেব্র“য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার পর  ২০১০ সালে ঢাকায় প্রতিষ্ঠা করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। মূলত ‘মাতৃভাষা চর্চা ও গবেষণা কেন্দ্র’ হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলা ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, উপভাষা এবং বিশ্বের বিভিন্ন ভাষার গবেষণা, উন্নয়ন ও চর্চায় কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। সেই লক্ষ্যে ভাষা যাদুঘর, লাইব্রেরী ও আর্কাইভ ডিজিটালাইজেশন করা হচ্ছে। এছাড়াও ইনস্টিটিউটের বিদেশী ভাষা প্রশিক্ষন কেন্দ্রে ইংরেজি, আরবি, কোরিয়ান, জাপানি, ফরাসি ও চীনা ভাষা শেখানো হচ্ছে। বহুভাষায় পারদর্শী দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে আরো ৩টি ল্যাব স্থাপনের মাধ্যমে ১০টি ভাষা শেখানোর কাজ প্রক্রিয়াধীন। এমন উদ্যোগ বাংলা ছাড়াও বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের ভাষা চর্চা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও মনে করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি