ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার দুর্নীতি শোধরাতে ৩ মাসের আল্টিমেটাম

প্রকাশিত : ১৮:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার প্রতিটি স্তরে দুর্নীতি রয়েছে উল্লেখ করে, এ’সব শোধরাতে তিন মাসের আল্টিমেটাম দিয়েছেন দুর্নীতি দমন কমিশন- দুদক এর চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে এ’সব বলেন তিনি। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভার আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল। সভায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, প্রাথমিক শিক্ষার ফলাফলে কারচুপি, সমাপনীর খাতা মূল্যায়ন, শিক্ষকদের পেনশনের কাগজ তৈরি, অর্জিত ছুটি নেয়াসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম- দুর্নীতির অভিযোগ রয়েছে। এ’সবের সাথে জড়িতদের শোধরাতে সময় বেঁধে দেন দুদক চেয়ারম্যান। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত করতে দুদক এরইমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি। অনিয়ম হলে ছোট-বড় সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান দুদক চেয়ারম্যান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি