ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত : ১৯:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৬টির, আর ৫৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ১ হাজার ৬২ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১০ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৫৯০ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১১৬টির, আর ৪০টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৬৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি