মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ৩ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশিত : ১৮:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
প্রতিযোগিতা উদ্বোধন করেন মিরসরাইয়ের পৌর মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দীন। এ’সময় পৌর কাউন্সিলর জহির উদ্দীনসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। আগামীকাল সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ১৮ ফেব্র“য়ারি পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের অনুষ্ঠান।
আরও পড়ুন